আভা ডেস্কঃ বাড়ির মেঝের নিচেই লুকিয়ে আছে কোটি টাকার স্বর্ণমুদ্রা। হঠাৎ বাড়ি সংস্কার কিংবা মেরামত করতে গিয়েই পেলেন তার খোঁজ। বিষয়টিকে স্বপ্ন মনে হতেই পারে। কিন্তু এমন এক স্বপ্নের মতো ঘটনা ঘটেছে যুক্তরাজ্যের এক দম্পতির সঙ্গে।
যুক্তরাজ্যের উত্তর ইয়র্কশায়ারের এক দম্পতি ১০ বছর ধরে একই বাড়িতে বসবাস করলেও ঘুণাক্ষরেও টের পাননি যে এই বাড়ির নিচেই লুকিয়ে আছে আড়াই কোটি টাকা মূল্যের সোনা।
২০১৯ সালে বাড়ি মেরামত করতে গিয়ে রান্নাঘরের কংক্রিটের মাত্র ছয় ইঞ্চি নিচেই কোকের ক্যানের আকৃতির কাপসদৃশ বস্তু তারা দেখতে পান। শুরুতে বৈদ্যুতিক তার ভাবলেও পরে আবিষ্কার করেন এই কাপে রয়েছে মধ্যযুগের ২৬৪টি স্বর্ণমুদ্রা। যেগুলো ৩০০ থেকে ৪০০ বছরের পুরাতন।
এবার তাদের পাওয়া স্বর্ণমুদ্রাই নিলামে তুলতে যাচ্ছে স্পিংক অ্যান্ড সন্স। আশা করা হচ্ছে, এই মুদ্রাগুলোর সম্মিলিত দাম আড়াই লাখ পাউন্ড (২ কোটি ৬৭ লাখ টাকা) ছাড়াবে। যদিও প্রত্যেকটি মুদ্রার জন্য তারা আলাদা আলাদা নিলামের ব্যবস্থা করেছে।
স্পিংক অ্যান্ড সন্স মূলত লন্ডনভিত্তিক একটি নিলামকারী প্রতিষ্ঠান। যারা সাধারণত ঐতিহাসিক জিনিস নিলামে তুলে থাকে।
তবে মুদ্রাগুলো খুঁজে পাওয়া দম্পতি পরিচয় প্রকাশে আগ্রহী নয় বিধায় তাদের পরিচয় জানা যায়নি।