নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে স্বেচ্ছাসেবী আর্থ সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান মানব সেবা অভিযান’র বার্ষিক সেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে নগরীর সিএন্ডবি সংলগ্ন নানকিং দরবার হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সফিকুন্নবী সামাদীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি বাংলাদেশের প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল মালেক মালেক সরকার তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুশংকর চন্দ্র আচার্য্য, রাজশাহী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দা নীলুফার ফেরদৌস, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রাশেদুল কবীর , অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক জায়তুনা খাতুন প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে বার্ষিক সেবা কর্মসূচির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের ১০ শতাংশ মানুষ প্রতিবন্ধী। এসব মানুষেরা সমাজে সবচেয়ে বেশি অবহেলায় থাকে। সমাজের সচেতন মানুষ যদি এদের সাহায্য সহযোগীতা করে তবে এসব মানুষেরাও বড় কাজ করে দেখোতে পারে। একটি আদর্শ রাষ্ট্র গড়ার ক্ষেত্রে তাদেরও ভূমিকা রয়েছে।
তারা আরও বলেন, রাজশাহীর ১৬ টি উপজেলায় ১৬ টি কর্মসূচি একযোগে পরিচালিত করেছে মানব সেবা অভিযান। এসব কর্মসূচির মাধ্যমে অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাড়িয়ে তাদের জীবনযাত্রার উন্নয়ন করে চলেছে। এসব কর্মসূচির মাধ্যমে প্রতিটি উপকারভোগীদের একটি বার্তা পৌছে দেয়া হয় যেন তারা নিজেরা স্বাবলম্বী হতে শিখে এবং অন্যকে স্বাবলম্বী হতে শেখায়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মানব সেবা অভিযানের পক্ষ থেকে ১৬ জন শিক্ষার্থীকে ৫৪ হাজার টাকা এক কালীন মেমোরিয়াল শিক্ষাবৃত্তি, ৯ জন শিক্ষার্থীকে ১ থেকৈ ৩ হাজার টাকা করে মাসিক শিক্ষাবৃত্তি, দুস্থ প্রতিবন্ধীদের ২২ জনকে মোট ৫৫ হাজার টাকার আর্থিক অনুদান, ৩৮ জন শিক্ষার্থীকে আড়াই হাজার টাকা করে ৯৫ হাজার টাকার আর্থিক অনুদান, ১০টি পরিবারে বৈদ্যুতিক মিটার, ৬৬ জনকে ১ লাখ ৫৪ হাজার টাকার চিকিৎসা সহায়তা, ৮ জন অসহায় নারীকে সেলাই মেশিন এবং ৭ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ করা হয়।