বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় স্বামী-স্ত্রীর মিথ্যা পরিচয়ে বসবাস করার অভিযোগে দুই শিক্ষার্থীসহ বাড়ির মালিককে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সন্ধ্যায় এই জরিমানা করেন।
শিক্ষার্থীদের একজন রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ও অন্যজন খড়খড়ি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।
এলাকাবাসী থেকে জানা যায়, অভিযুক্ত দু’জন এক সপ্তাহ আগে নিজেদেরকে স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে প্রতি মাসে এক হাজার টাকা চুক্তিতে উপজেলার গাওপাড়া গ্রামের শরিফা বেগমের বাড়ির এক রুম ভাড়া নিয়ে বসবাস করছিল।
সত্যি তারা স্বামী-স্ত্রী কিনা এ নিয়ে এলাকাবাসীর সন্দেহ হলে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সেখানে উপস্থিত হয়ে তাদের নিকাহনামা ও বিয়ের অন্যান্য কাগজপত্র দেখতে চাইলে তারা বিয়ের কোনোই কাগজপত্র দেখাতে পারেনি।
অতপর, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বাড়ির মালিক শরিফা বেগমকসহ তিনজনকে আটক করে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনা হয়। সেখানে তারা নিজেদের দোষ স্বীকার করায় ভ্যাম্যমান আদালত প্রত্যেকের ২০০ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদন্ড প্রদান করে।
এ সময় শিক্ষার্থীদের অভিভাবকরা হাজির হয়ে জরিমানার টাকা পরিশোধ করলে তাদের হাতে তুলে দেয়া হয়।