রাজশাহীতে জীবন বীমা কর্পোরেশনের আঞ্চলিক অফিসে বুধবার কর্পোরেট ইনচার্জ, সেলস্ ইনচার্জ, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আলী নূর।
রাজশাহী অফিসের সহকারী জেনারেল ম্যানেজার ইনচার্জ মো. আজিজুল হকের সভাপতিত্বে ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আলী নূরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
শহীদ মো. খালেদুজ্জামানের সঞ্চালনায় মো. আলী নূর জীবন বীমা কর্পোরেশনের রাজশাহী আঞ্চলিক অফিসের সার্বিক উন্নয়নমূলক কাজের জন্য সবাইকে ধন্যবাদ জানান।
এ সময় তিনি ভবিষ্যতে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য পরামর্শ দেন।