রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের ছেলে সুমন জাহিদ (৫৩) নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে থানার ওসি ইয়াসিন ফারুক।
তিনি জানান, সকাল ১০টার দিকে খিলগাঁওয়ের বাগিচা নামক এলাকায় সুমন জাহিদ ট্রেনে কাটা পড়েন। তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে।
নিহত সুমন জাহিদের শ্যালক সরোয়ার আলম বলেন, ‘আমি অফিসে ছিলাম। খবর পেয়ে রেলওয়ে থানায় ছুটে যাই। সেখানে গিয়ে ভগ্নিপতির লাশ দেখতে পাই। তারপর পুলিশের সহায়তায় লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে আসি।’
সরোয়ার আলম আরও জানান, ট্রেনে কাটা পড়ে লাশ বিকৃত হয়ে গেছে। নিহত সুমন দুই সন্তানের জনক ছিলেন। যুগান্তর