নিজস্ব প্রতিবেদক:
পবিত্র মাহে রমজানে মহানগরীর পরিস্কার পরিচ্ছন্নতা এবং ঈদ উল ফিতরের প্রস্তুতি বিষয়ক কঞ্জারভেন্সি বিভাগের এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে নগরভবন সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।
সভাপতির বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে রাজশাহী মহানগরীতে আগতদের এ নগরীর সৌন্দর্য্য নান্দনিকভাবে উপস্থাপনের লক্ষ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। নগরীর রাস্তাসমূহ সংস্কার কাজ এগিয়ে চলেছে। রাস্তা নির্মাণ সংশ্লিষ্ট মাটি, বালি দ্রুত অপসারণে সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন তিনি।
সভায় আলোকায়ন ব্যবস্থার উন্নয়ন, যত্রতত্র নির্মাণ সামগ্রী সংরক্ষণ, ব্যানার, ফেস্টুন অপসারণ, মশক নিয়ন্ত্রণে ক্রাশ প্রোগ্রাম বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় রাসিকের কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।