ছবি: প্রতীকী
ভোরের আভা ডেস্ক: ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা বাস ভাঙচুর ও শ্রমিক মারধরের ঘটনায় দায়ীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবারের (৩০ মে) ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট অবশেষে স্থগিত করা হয়েছে।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিনের আশ্বাসের প্রেক্ষিতে আগামী ৭ জুন পর্যন্ত এ ধর্মঘট স্থগিত করা হয়।
মঙ্গলবার (২৯ মে) সন্ধ্যায় এক বিবৃতিতে এতথ্য জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক ও উত্তরাঞ্চলীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আমিনুল হক শামীম।
একই সঙ্গে এ নিয়ে সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী ৫ জুন ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রশাসন, উত্তরাঞ্চলীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ, জেলা মোটর মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন ও সাংবাদিক নেতাদের সঙ্গে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যৌথ বৈঠকের আয়োজন করা হয়েছে।
বৈঠকে সুষ্ঠু সমাধান না হলে ৭ জুন থেকে বৃহত্তর ময়মনসিংহের সব রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলবে বলে জানানো হয়েছে।
বিবৃতিতে শামীম জানান, ১৩ মে ত্রিশাল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একটি বাসের সঙ্গে অপর একটি ট্রাকের ধাক্কা লাগাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে কমপক্ষে ৩০/৪০টি বাস ভাঙচুর ও শ্রমিকদের মারধর করে।
এতে উশৃঙ্খল শিক্ষার্থীরা প্রায় দুই কোটি টাকার ক্ষতিসাধন করে। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় ও ত্রিশাল থানায় কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে পৃথক চারটি মামলা এবং কবি নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিবহন শ্রমিক ও এলাকাবাসীর বিরুদ্ধে মামলা করেন।
কিন্তু দোষীদের শাস্তি না হওয়ায় সোমবার (২৮ মে) ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়া হলে সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বানে ৩০ মে থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সব সড়ক-মহাসড়কে কোনও প্রকার যানবাহন না চলার ঘোষণা দেন।
বাংলানিউজ