পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজি চেষ্টা করার সময় হাতে নাতে দুই ভুয়া পুলিশকে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ। গত রবিবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার বানেশ্বর বাজার থেকে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছে থেকে পুলিশের স্টিকার যুক্ত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আটককৃত ভুয়া পুলিশরা হলেন, জেলার মোহনপুর উপজেলার বিশু মন্ডলের ছেলে হাফিজুর রহমান (৩৪) ও একই উপজেলার আবদুর রহমানের ছেলে বাবুল হোসেন (৩৫)।
তারা দুজনই বানেশ্বর বাজারের সামনে পুলিশ পরিচলেয় চাঁদাবাজির চেষ্টা করছিলো বলে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ সাকিল উদ্দিন আহম্মেদ। পুলিশ জানায়, বানেশ্বর বাজারে পুলিশ পরিচয়ে স্থানীয়দের কাছে চাঁদা দাবি করলে তারা কৌশলে থানা পুলিশকে খবর দেয়।
পরে আসল পুলিশ গিয়ে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এসময় তাদের ব্যবহীত পুলিশের স্টিকারযুক্ত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
ওসি সাকিল উদ্দিন আহম্মেদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সরকারী কর্মকর্তা পরিচয়ে প্রতারনার অপরাধে প্রতারনার মামলা দায়ের হয়েছে। সেই মামলায় তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।