আভা ডেস্ক: নবম শ্রেনীর এক ছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগ উঠল জুতো ব্যবসায়ীর বিরুদ্ধে৷ অভিযোগের ভিত্তিতে ওই জুতো ব্যবসায়ী রাজা রুইদাসকে গ্রেফতার করল বাঁকুড়া সদর থানার পুলিশ। ধৃতকে শনিবার বাঁকুড়া জেলা আদালতে তোলা হবে।
পুলিশ ও ওই ছাত্রীর পরিবার সূত্রে জানা গিয়েছে, খাতড়ার বাসিন্দা রাজা রুইদাস নামে ওই যুবক বছর পাঁচেক ধরে বাঁকুড়া শহরের নুতনচটি এলাকায় জুতোর ব্যাবসা করছে৷ ওই এলাকার এক নবম শ্রেণীর ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। অভিযোগ, এরপর ঘনিষ্ঠতা বাড়লে বিয়ের প্রতিশ্রুতিও দেয় ওই যুবক৷ এমনকী নানা প্রলোভন দেখিয়ে বহুবার সহবাস করে রাজা রুইদাস নামে ওই যুবক।
সম্প্রতি রাজার বাবা মারা যাওয়ায় সে পারলৌকিক কাজের জন্য খাতড়ায় ফিরে যায়। তার বাবার শ্রাদ্ধের পরই অন্য এক মহিলাকে বিয়ে করে সে। সেই খবর পেয়েই ওই নাবালিকা বাড়িতে পুরো ঘটনাটি জানায়। তারপরই পরিবারের তরফে রাজার নামে বাঁকুড়া সদর থানায় অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতেই রাজাকে খাতড়ার বাড়ি থেকে গ্রেফতারর করে বাঁকুড়া সদর থানার পুলিশ।
নাবালিকা ছাত্রীর মা বলেন, ‘আমরা প্রথম দিকে এই সম্পর্কের কথা কিছুই জানতামনা। রুইদাসের বিয়ের খবর পেয়ে মেয়ে কান্নাকাটি শুরু করে৷ তাঁকে অনেক জিঞ্জাসাবাদ করে এই ঘটনাটি জানতে পারি। অভিযুক্ত রাজা রুইদাসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।’
কালকাতা ২৪