আভা ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) মিজানের বাসা ঘেরাও করে রেখেছে ডিবি পুলিশ। রাত দেড়টার দিকে তার রাজধানীর গুলশান-১ এর ৮ নম্বর রোডের ১০ নম্বর বাসার চারপাশে অবস্থান নেয় সাদা পোশাকধারী পুলিশ। রাত আড়াইটার দিকে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান মিজান।
বিষয়টি জানতে গুলশান থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার সাবইন্সপেক্টর ফেরদৌস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মিজানের ৮ নম্বর রোডের ১০ নম্বর বাসায় ডিবির টিম আছে। কি কারণে সেখানে গেছে তা সঠিক জানি না। থানার টিম আছে।’
পুলিশের গাড়িপুলিশের গাড়ি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মিজান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত এক ঘন্টা ধরে সিভিল ড্রেসে সশস্ত্র ব্যক্তিরা ফ্ল্যাটের চারিদিকে ঘিরে আছেন। দরজায় নক করছেন। বাসায় ঢোকার চেষ্টা করছেন। আমি ম্যানুয়ালি গুলশান থানাকে জানিয়েছি। বলেছি পুলিশ দেখতে পাচ্ছি না। তারা বিষয়টি দেখছেন বলে আমাকে জানিয়েছেন।’
মেজর মিজানের সঙ্গে মোবাইলে কথা বলার সময় চিৎকারের শব্দ আসছিলো। মিজান দ্বিতীয়বার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তারা বাসার দরজা ভাঙার চেষ্টা করছে। আমার বিরুদ্ধে ওয়ারেন্ট থাকলে আমি তো নিজেই থানায় যেতাম। কিন্তু এত রাতে কেন?’
এদিকে ভোর ৪টার দিকে একজন টেলিভিশন সাংবাদিক বাংলা ট্রিবিউনকে জানান, রাত ৩টা ৩৫ মিনিটের দিকে মেজর মিজানকে তার বাসা থেকে একটি সাদা গাড়িতে করে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে।
বাংলা ট্রিউব্রুন