বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় এক যুবককে গণপিটিুনি দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার বেড়েরবাড়ি রিফুজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার সন্ধ্যায় ইফতারের আগে উপজেলার বেড়েরবাড়ি রিফুজিপাড়া গ্রামের আজমত উল্লার কলেজ পড়–য়া ছেলে রাজু আহম্মেদ (২১) ৫ বছরের শিশুকে বিস্কুট কিনে দেয়ার নাম করে পাশে এক পুকুর পাড়ে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে শিশুকে উদ্ধার করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
ধর্ষণের চেষ্টাকারী যুবক রাজুকে আটক করে গণপিটিুনি দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান রেজা বলেন, অভিযুক্ত রাজু আহম্মেদ নিজের অপরাধ স্বীকার করেছে। মঙ্গলবার সকালে মামলা রেকর্ড করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরণ করা হয়েছে।