আভা ডেস্ক: নরসিংদীতে বজ্রপাতে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও সাতজন। আজ মঙ্গলবার বিকাল ৩টার দিকে সদর উপজেলার নলবাটা এলাকায় মেঘনা নদীতে এ বজ্রপাতের ঘটনা ঘটেছে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- সদর উপজেলার আলোকবালী গ্রামের চাঁন মিয়ার স্ত্রী রেহেনা বেগম (৩৫) ও একই এলাকার দেলোয়ার হোসেনের স্ত্রী ফরিদা বেগম (৪৫) ও মনা মিয়ার ছেলে সেলিম মিয়া (২৫)। আহতরা হলেন- আলোকবালী এলাকার রুবেল মিয়া (২০), সানাউল্লাহ মিয়া (২৫), ভুট্টো মিয়া (৩২), কুতুব উদ্দিন (২৬), জাবের হোসেন (২৫), আলম মিয়া (১৫), ফরহাদ হোসেন (২৫)।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নরসিংদীর চরাঞ্চল আলোকবালী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ইঞ্জিনচালিত একটি নৌকা নরসিংদী শহরের দিকে আসার পথে নলবাটা এলাকায় পৌঁছালে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু ঘটে এবং নারীসহ নৌকার ৯ যাত্রী আহত হয়। পরে আহতদের নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরো দুই নারীকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত সাতজনের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল ও বাকীদের নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দুজ্জামান বলেন, বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন সাতজন। তারা নরসিংদী সদর হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এটি একটি দুর্ঘটনা।
উৎস
কালের কণ্ঠ