এর আগে টানা ছয় বছর বাংলালিংকের মডেল ও শুভেচ্ছাদূত ছিলেন ফারিয়া শাহরিন। এবার বিদেশের মাটিতে বাংলাদেশি একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হলেন তিনি। মালয়েশিয়ায় বিডি ফোন নামে একটি বাংলাদেশি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান নতুন সিম বাজারে আনবে। এই প্রতিষ্ঠানের সঙ্গে শুভেচ্ছাদূত হিসেবে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ছোটপর্দার এই তারকা।
মালয়েশিয়ার এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন ফারিয়া শাহরিন। বিদেশের মাটিতে এ ধরনের একটি পণ্যের শুভেচ্ছাদূত হওয়ায় খুশি তিনি।
মালয়েশিয়া থেকে মুঠোফোনে ফারিয়া শাহরিন বলেন, ‘বিদেশের মাটিতে বাংলাদেশি একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হলাম। যেহেতু আমি মালয়েশিয়ায় আছি। কাজটি আমার জন্য সহজ হবে।’
সাবেক এই লাক্স তারকা আরও বলেন, ‘মালয়েশিয়ায় অনেক বাংলাদেশি আছেন। তাঁরা এত দিন মালয়েশিয়ার সিম ব্যবহার করেই নিজেদের মধ্যে কিংবা দেশে কথা বলতেন। প্রতিষ্ঠানটির নতুন সিম শুধু বাংলাদেশি অধিবাসীদের জন্য বাজারে ছাড়া হচ্ছে। নিজেদের মধ্যে যোগাযোগ হয়তো আরও সহজ হবে।’
ফারিয়া জানান, চুক্তি অনুযায়ী পণ্যটির কয়েকটি বিজ্ঞাপন ও স্থিরচিত্রে মডেল হিসেবে কাজ করতে হবে তাঁকে। জানা গেছে, আগামী ২৭ জুলাই মুঠোফোনের এই সিম বাজারে ছাড়া হবে।
প্রথম আলো