টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে প্রত্যেকটি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে। সকাল থেকেই সুষ্ঠু, সুন্দর ও স্বাভাবিকভাবেই চলছে ভোটগ্রহণ। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নির্বাচনে প্রতিন্দ্বিতাকারী তিনজন প্রার্থী হলেন- আওয়ামী লীগ প্রার্থী মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, বিএনপির এনামুল করিম অটল ও কৃষক শ্রমিক জনতালীগের রাহাত হাসান টিপু।
বাসাইল পৌর নির্বাচনে মোট ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হচ্ছে। বাসাইল পৌরসভায় ১৬ হাজার ৪০০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ৭ হাজার ৯২৫ জন পুরুষ ভোটার এবং মহিলা ভোটার ৮ হাজার ৪৭৫ জন।
এদিকে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত তদারকি কর্মকর্তা ছাড়াও ২২ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ৫টি মোবাইল টিম, নির্বাহী ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ৪টি স্টাইকিং টিম ও সাদা পোশাকধারী ফোর্স সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
কালের কন্ঠ