আভা ডেস্ক: রাজশাহীর পুঠিয়ায় নাশকতা ও রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে গোপন বৈঠক করার সময় বিএনপির নয় জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো অন্তত ৩০ জন নেতা কর্মী পালিয়েছে। গত সোমবার বিকেলে উপজেলার জিউপাড়া ইউনিয়নের এঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিল উদ্দিন আহম্মেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল জিউপাড়া ইউনিয়নে নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকান্ড সংগঠনের উদ্দেশ্যে বিএনপির প্রায় ৪০ জন নেতাকর্মী একত্রিত হয়ে গোপন বৈঠক করছিলো এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ জন নেতাকর্মীকে আটক করলেও অন্তত ৩০ জন নেতাকর্মী পালিয়েছে।
ওসি জানান, এঘটনায় আটককৃত ৯ জনসহ আরো ৩০ জনকে অজ্ঞাত আসামী করে বিশেষ আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আজ মঙ্গলবার সকালে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলেও জানান ওসি।
সি /আর