আভা ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজকে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান সরকার। অর্থ আত্মসাৎ এবং দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে তাকে দেশত্যাগের অনুমতি দেয়নি প্রধানমন্ত্রী ইমরান খানের প্রশাসন।
সোমবার এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়, ৪৬ বছর বয়সী মরিয়ম নওয়াজ গত বছরের আগস্ট থেকেই দুর্নীতির অভিযোগে ‘নো ফ্লাই’ তালিকায় রয়েছেন। তবে ‘নো ফ্লাই’ তালিকা থেকে তার নাম সরিয়ে ফেলার অনুমতি চাওয়া হলে দেশটির সরকার এ নিষেধাজ্ঞা জারি করে।
আইনজীবী বাবর আওয়ান বলেন, মরিয়ম নওয়াজ তার অসুস্থ বাবা নওয়াজ শরিফকে লন্ডনে দেখতে যাওয়ার আবেদন করলে তা প্রত্যাখ্যান করা হয়। ১৮ নভেম্বর অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সে করে দোহা হয়ে লন্ডনে নিয়ে যাওয়া হয়েছে নওয়াজ শরিফকে।
দুর্নীতির দায়ে কারাগারে থাকা পাকিস্তানের এই তিনবারের প্রধানমন্ত্রীর রোগ প্রতিরোধ ব্যবস্থাসহ অন্য বেশকিছু স্বাস্থ্যগত জটিলতা রয়েছে।
এর আগে ১০ নভেম্বর নওয়াজ শরিফের চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার কথা ছিল। কিন্তু পাকিস্তান সরকার তাকে যাওয়ার অনুমতি দিলেও বিমানবন্দরের ‘নো ফ্লাই’ তালিকা থেকে তার নাম তখনও না সরানোর ফলে তিনি যেতে পারেননি।
অবশেষে শনিবার লাহোর হাইকোর্ট নওয়াজের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিলে সোমবার সরকার এ সিদ্ধান্তটিতে কাগজপত্রে অনুমোদন দেয়।
যুগান্তর