আভা ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরী মণি অসুস্থ। বর্তমানে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি আছেন তিনি।
পরীর সহকারী মেহেদী হাসান এনটিভি অনলাইনকে বলেন, ‘গতকাল দিবাগত রাতে পরী মণির বুকে ও পেটে ব্যথা হচ্ছিল। এমন অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা নেয়ার পর পরী মণি এখন ভালো আছেন।’
কখন পরী মণিকে বাসায় নেয়া হবে জানতে চাইলে মেহেদী বলেন, ‘চিকিৎসা পুরোপুরি শেষ হলে তাঁকে বাসায় নেয়া হবে।’
পরীর অসুস্থতার কথা ফেসবুকে জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু তামিম হাসান। হাসপাতালে স্যালাইন লাগানো পরীর ছবি আপলোড করে তামিম হাসান লিখেছেন ‘আমাদের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা।’
এদিকে, এবারের ঈদে পরী মণির নতুন কোন ছবি মুক্তি পায়নি। আসন্ন ঈদকে কেন্দ্র করে মুক্তি পাওয়ার কথা ছিল পরিচালক শামীমুল ইসলাম শামীম পরিচালিত প্রথম ছবি ‘আমার প্রেম আমার প্রিয়া’র। ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন নায়িকা পরী মণি ও কায়েস আরজু। কিন্তু হঠাৎ করেই ছবিটির মুক্তি পিছিয়ে দেয়া হয়।