নিজস্ব প্রতিনিধিঃ দুই দশকের অপেক্ষার অবসান হওয়ায় আনন্দে ভাসছে বাংলাদেশ। রাজশাহীসহ বিভিন্ন জেলায় হয়েছে আনন্দ মিছিল। মিষ্টি বিতরণ করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। পদ্মা সেতু নির্মাণে দৃঢ়তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।
পদ্মা সেতু দৃশ্যমান হওয়ায় রাজশাহীতে আনন্দমিছিল ও মিষ্টি বিতরণ করেছে রাজশাহী রেলওয়ে শ্রমিকলীগ। ১০ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় রেল স্টেশন চত্ত্বর এলাকায় আনন্দমিছিল শেষে রেলওয়ে ভিআইপি রেস্ট হাউজে আলোচনা সভা ও মিষ্টি বিতরণ অনুষ্টিত হয়। এ সময় রেলওয়ে শ্রমিক লীগের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এরপর দলীয় নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রেলওয়ে শ্রমিকলীগের ওপেন লাইন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য রেলওয়ে কর্মচারী কর্মকর্তাবৃন্দ।
শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আক্তার আলী বলেন, দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র মোকাবিলার পর পদ্মায় দৃশ্যমান দেশের সবচে বড় সেতু। অদম্য যাত্রার সবশেষ স্প্যান বসানোর পরই উচ্ছ্বসিত সাধারণ মানুষ। পদ্মা সেতু, দক্ষিণাঞ্চলের যোগাযোগ ও আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখলেও শোভাযাত্রা দেশের অন্যান্য স্থানেও।
সভাপতি জহুরুল ইসলাম বলেন, ‘পদ্মা সেতুর মাধ্যমে সারা বাংলাদেশের সাথে ঢাকার যোগাযোগ স্থাপনের মাধ্যমে যে সেতুবন্ধন সৃষ্টি করলেন এই জন্য প্রধানমন্ত্রী ও তার সরকারকে ধন্যবাদ জানাই।’
নানা বাধা অতিক্রম করে, ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের স্বপ্নের পদ্মা সেতু দৃশ্যমান হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে দলীর নেতাকর্মীসহ সাংবাদিক্সহ রেলওয়ে কর্মচারী কর্মকর্তাদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।