নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ-এনএইচডি প্রকল্প খানা তথ্য ভান্ডার শুমারি উপলক্ষে সিটি কর্পোরেশন স্থায়ী শুমারি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নগর ভবনের এ্যানেক্স ভবন সভা কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।
সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন , ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ-এনএইচডি প্রকল্প খানা তথ্য ভান্ডার শুমারি কার্যক্রম আগামীতে বৃহৎ একটি তথ্য ভান্ডারে পরিনত হবে।আগামীতে যা বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রণীত ডাটাবেজে হোল্ডিংয়ের বিষয়টি অন্তর্ভূক্তির প্রস্তাবনা দেন মেয়র।
প্রকল্পের সার্বিক বিষয়বস্তু উপস্থাপন করেন বিভাগীয় পরিসংখ্যান অফিস রাজশাহীর যুগ্ম পরিচালক মোঃ আশরাফুল আলম সিদ্দিকী।
মঞ্চে রাসিকের প্যানেল মেয়র-১ ও ২৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনোয়ারুল আমিন আযব, প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মোমিন, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান উপস্থিত ছিলেন।
রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতায় বিভাগীয় পরিসংখ্যান অফিস রাজশাহী আয়োজিত অনুষ্ঠানে রাসিকের কাউন্সিলরবৃন্দ অংশগ্রহণ করেন।