নিজস্ব প্রতিবেদক :
রাসিক নির্বাচনে প্রচার প্রচারণার দ্বিতীয় দিনে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল গণসংযোগ করেছেন নগরীর ১০ নম্বর ওয়ার্ড এলাকায়। এসময় অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে বুলবুল বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকেও ধানের শীষে ভোট দিতে নিষেধ করাসহ ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য আমার সমর্থকদের ভয়ভীতি ও হয়রানি করা হচ্ছে। নৌকায় ভোট দেওয়ার জন্য ভোটারদের চাপ প্রয়োগ করা শুরু করেছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে প্রায় ৭০ হাজার ভোটে জয়লাভ করব বলে আশা রাখি।
বুলবুল অভিযোগ করে বলেন, ‘সরকার দলীয় মেয়র প্রার্থীর পক্ষ থেকে তার পোস্টার, ব্যানার ও ফেস্টুন টাঙ্গাতে বাধা দেয়া হচ্ছে। কোথায় কোথায় টাঙ্গানো এগুলো ছিড়ে নষ্ট করে গেলে হয়েছে। এছাড়াও রাতারাতি সব জায়গা দখল করে সরকার দলীয় প্রার্থীর পোস্টার, ব্যানার, ফেস্টুন টাঙ্গানো হয়েছে। তার গুলো লাগানোর কোনো জায়গা খালি রাখা হয়নি।’
গণসংযোগকালে বুলবুলের সঙ্গে ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজপাড়া থানা বিএনপির সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আলী হোসেন, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী শহীদ আলম, সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ, পবা উপজেলা বিএনপি নেতা রিয়াজুল ইসলাম, মহানগর যুবদলের সাবেক সভাপতি ওয়ালিউল হক রানা, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল আলম সমাপ্ত, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাহফুজুল হাসনাইন হিকোল, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবলু, মহানগর ছাত্রদলে সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি প্রমুখ।
বুধবার বুলবুল সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত তিনি ওই ওয়ার্ডের কাশিয়াডাঙ্গা, আদুবুড়ি, কাঁঠালবাড়িয়া, সাহজীপাড়া, হারুপুর, সায়েরগাছা, রায়পাড়া, পূর্বপাড়া, গোলজারবাগ, পুরাপাড়া, মুন্সিপাড়া, হড়গ্রাম ও পীরসাহেব পাড়ায় গণসংযোগ করেন। এ সময় বাড়ি বাড়ি দিয়ে বুলবুল ভোটারদের কাছে দেয়া ও ধানের শীষে ভোট চান।