সিংড়া প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় ২৫ গ্রাম গাঁজা ও ০.১০ গ্রাম হেরোইনসহ ৪ মাদক সেবীকে আটক করেছে সিংড়া থানা পুলিশ। শুক্রবার রাতে সিংড়া উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, সরকার পাড়া মহল্লার মতলেব (৫০), হাট সিংড়ার আব্দুর রশিদ (৪৫), শেরকোল গ্রামের আল আমিন (২৮) ও বিগলগলিয়া গ্রামের ফারুক হোসেন (৩০)।
সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহেদ আলী ও সুব্রত কুমার এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদক সেবন অবস্থায় তাদের আটক করে। পরে তাদের তল্লাসি করে ২৫ গ্রাম গাঁজা ও ০.১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
আটককৃতদের শনিবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।