আজও নেইমার তার খোলস ছেড়ে বের হয়ে আসতে পারলেন না। মেক্সিকোর বিপক্ষেও একই দৃশ্যের অবতারণা ঘটালেন। প্রতিপক্ষ খেলোয়াড়ের সামান্য ট্যাকলেই পড়ে গিয়ে তীব্র ব্যথা পাওয়ার নাটক করলেন। রেফারির কাছে ফাউলের আবেদন করলেন।
প্রতি ম্যাচে ব্রাজিল যুবরাজের এমন নাটকে ত্যক্ত বিরক্ত ফুটবলবোদ্ধারা। তাদের মতে, এমন খেলোয়াড়ের কাছ থেকে এরকম প্রতিক্রিয়া মোটেও আশাব্যঞ্জক নয়।
এ তালিকায় আছেন আয়ারল্যান্ড কোচ মার্টিন ও’ নেইল, নেইমারের প্রতিক্রিয়া হতাশাজনক। এটি সত্যিকার অর্থেই বেদনাদায়ক।
রাশিয়া বিশ্বকাপের শুরু থেকেই একই অভিনয় করতে দেখা যাচ্ছে নেইমারকে। বল নিয়ে দৌড়াতে গিয়ে কেউ বল কেড়ে নিলেই পড়ে যাচ্ছেন। সুইজারল্যান্ড, কোস্টারিকা ও সার্বিয়ার মতো মেক্সিকোর বিপক্ষেও তাকে একই দৃশ্যে দেখা গেছে। মিগুয়েল লেউনের হালকা ট্যাকলেই পড়ে গেছেন। ফাউলের আবেদন করেছেন।
ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের এমন আচরণ ফুটবল বর্হিভূত বলে মনে করেন নেইল, সত্যি বলতে কী নেইমার যা করছে তা আইন বহির্ভূত। এমন আচরণ ফুটবলের সঙ্গে যায় না। নিঃসন্দেহে সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। ও সেরা অভিনেতাও। একটুতেই পড়ে যাওয়ার কোনো মানে হয় না।
আলোচনা-সমালোচনা যাই হোক না কেন? এক নেইমারের কাঁধে চড়ে এখন পর্যন্ত বিশ্বকাপ জয়ের দৌড়ে আছে ব্রাজিল। তার একক নৈপুণ্যে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল উঠে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।