নিজস্ব প্রতিনিধি: রাজশাহী-৪ বাগমারা আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ কে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) সুনতানগঞ্জ পোর্ট অফ কল উদ্বোধনী অনুষ্ঠানে নবনির্বাচিত এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদকে ফুলেল শুভেচছা জানায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
৭ জানুয়ারী অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ এক লাখ সাত হাজার নয়শ তিরাশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
ফুলেল শুভেচছা প্রদানকালে উপস্থিত ছিলেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে সভাপতি ও আনন্দ টিভি’র প্রতিনিধি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক ও দৈনিক গণকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকায় রাজশাহী ব্যুরো প্রধান মোস্তাফিজুর রহমান জীবন, প্রেসিডিয়াম মেম্বার দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার রাজশাহী ব্যুরো আল আমিন হোসেন, ক্লাবের সদস্য ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি আবুল হাসেম, সদস্য ও প্রতিদিনের চিত্র পত্রিকার সাকিবুল হাসান স্বাধীন, সদস্য ও সরকার নিবন্ধিত রাজধানী টিভি’র রাজশাহী প্রতিনিধি মোনোয়ার হোসেন, সদস্য ও দেশ নিউজের রাজশাহী প্রতিনিধি রায়হান রোহান, সদস্য ও দৈনিক নববানী পত্রিকার রাজশাহী প্রতিনিধি পারভেজ হোসেন, সদস্য ও আইকন নিউজের সম্পাদক ও প্রকাশক নাজমুল হক, ভোরের আভা’র স্টাফ রিপোর্টার রুকাইয়া চৌধুরী প্রমূখ।