নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মাহপুজুর রহমান লোটনের ব্যক্তিগত কার্যালয়ের সামনে থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। রবিবার রাত ১১টার দিকে নগরীর দরিখরবোনা এলাকার বাসিন্দা আনার আলীর হিরো গ্লামার মডেলের মোটরসাইকেলটি ( রাজ-মেট্রো-১২-৩৩৬২) চুরির ঘটনা ঘটে।
আনার আলী জানান, তিনি রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলটি রেখে লোটনের কার্যালয়ে কাজ করছিলেন। এই সুযোগে চোরেরা মোটরসাইকেলটি নিয়ে চম্পট দেয়। পরে বাইরে বের হয়ে দেখেন তার ব্যবহৃত মোটরসাইকেলটি আর নাই।
আনার বলেন, মাত্র ১০-২০ মিনিটের ব্যবধানে মোটরসাইকেলটি নিয়ে চোরেরা লাপাত্তা হয়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও সেটির আর সন্ধান করতে পারেননি। পরে তিনি থানা পুলিশকে জানান। কিন্তু পুলিশ হারিয়ে যাওয়া মোটরসাইকেলটির আর কোনো সন্ধ্যান দিতে পারেননি।
জানতে চাইলে নগরীর বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ বলেন, এই ধরনের অভিযোগ মৌখিকভাবে পেয়েছি। ক্ষতিগ্রস্থ ব্যক্তিকে থানায় অভিযোগ করতে বলা হয়েছে।