আভা ডেস্ক: দিনদিন শাকিব ভক্তদের আস্থা হারাচ্ছেন ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী। বিশেষ করে শাকিবের খান প্রায় সব ছবিতে এ নায়িকার অভিনয় আর মানতে পারছেন না। তাছাড়া এ নায়িকার সঙ্গে শাকিবের বিশেষ সম্পর্কের গুঞ্জনও ভালোভাবে নিচ্ছেন না তারা। এ নিয়ে সম্প্রতি ফেসবুকে মুখ খুলতে শুরু করেছেন অনেকেই।
জানা গেছে, ঢালিউডে এ পর্যন্ত টানা ৮ ছবিতে জুটি বেধে অভিনয় করেছেন শাকিব-বুবলী। শ্যুটিং চলছে আরো দুইটির। চুক্তিবদ্ধ হয়ে আছেন আরো দুটিতে। সবমিলিয়ে বছরের মাঝামাঝি থেকে শেষের দিকে শাকিব খানের যেসব ছবি মুক্তি পাবে তার প্রায় সব ছবির নায়িকা বুবলী। আর এতে করেই বিরক্ত ভক্তরা।
সম্প্রতি টালিউডেও বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন শাকিব খান। সেসব ছবিতে শাকিবের নায়িকা ছিলেন শ্রাবন্তী চ্যাটার্জি, শুভশ্রী গাঙ্গুলি, পায়েল সরকার, সায়ন্তিকাসহ অনেকেই। শাকিবের সঙ্গে এসব নায়িকার জুটি দেখে অভ্যস্থ হয়ে উঠছেন ভক্তরা। যে কারণে এসব নায়িকার পাশে বুবলীকে আর মানতে পারছেন না কেউই।
তারউপরে এত দীর্ঘ দিনেও বুবলীর অভিনয় যে খুব একটা উন্নতি হয়েছে তাও মনে করছেন না কেউই। যে কারণে ভক্তরা এখন প্রকাশ্যেই দাবি জানাচ্ছেন বুবলীকে বাদ দিয়ে অন্য নায়িকাদের সঙ্গে জুটি বাঁধতে। নয়তো তারা শাকিব খানকেও প্রত্যাখ্যান করবেন বলেও হুমকি দিচ্ছেন। আতঙ্কের কথা হচ্ছে, শত ষড়যন্ত্রের মাঝেও শাকিব খানকে বাচিয়ে রেখেছেন এই ভক্তরা। তারা একবার বিমুখ হয়ে পড়লে শাকিবের এই অবস্থান থাকবে কিনা আশঙ্কা রয়েছে।
এবার ঈদেও শাকিব খানের যে তিনটি ছবি মুক্তির তালিকায় রয়েছে তার দুটিরই নায়িকা শবনম বুবলী। দুটি ছবিতেই বুবলীর অভিনয় ভালোভাবে নেয়নি ভক্তরা। ছবি দুটির টিজার মুক্তির পরই তারা শাকিব খানের প্রশংসার পাশাপাশি বুবলীর প্রতি ক্ষোভ ঝেড়েছেন। তবে কোন কিছু তোয়াক্কা না করেই শাকিব বুবলীকে টেনে নিয়ে যাচ্ছেন। এখন দেখার বিষয়, বুবলীর প্রতি শাকিব খানের এই ‘অতি প্রেম’ কোথায় গিয়ে থামে?