ভোরের আভা ডেস্ক: নোয়াখালীর সোনাইমুড়ি থানার হাজতে এক মাদকসবেী আত্মহত্যা করেছে বলে দাবি করেছে পুলিশ। শনিবার ভোরে এই ঘটনা ঘটে।
নিহতের নাম তাজুল ইসলাম তুষার(২৩)। তিনি সেনাইমুড়ী উপজেলার দুর্গ দৌলতপুর গ্রামের মমিন উল্লাহর ছেলে।
সোনাইমুড়ি থানার ( ওসি) নাছিম উদ্দিন জানান, শুক্রবার রাতে মাদকসেবী তুষারকে পুলিশের হাতে তুলে দেন তার বাবা মমিন। এ সময় তার কাছ থেকে ৯ পিস ইয়াবা জব্দ করা হয়। রাতে তাকে থানা হাজতে রাখা হয়। পরে শনবিার ভোরে কোনো এক সময় সে পরনের লুঙ্গি গলায় পেঁচিয়ে হাজতের ভেতরে আত্মহত্যা করে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তিনি জানান, খবর পেয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) একেএম জহিরুল ইসলাম ও চাটখিল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসুম সোনাইমুড়ী থানা পরিদর্শন করেছেন।
সমকাল