জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে মাদকবিরোধী অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় মাদক বিক্রেতা ও মাদকসেবী মিলে মোট ৩৬ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার বিকেল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
অভিযান চলাকালিন সময়ে তাদের নিকট থেকে বিপুল পরিমান ইয়াবা, ফেন্সিডিল, গাঁজাসহ নেশা জাতিয় দ্রব্য পাওয়া গেছে।
জয়পুরহাটের সহকারি পুলিশ সুপার (এএসপি) একরামুল হক সরকার গত ২৪ ঘন্টায় ৩৬ জনকে আটক এবং তাদের নিকট থেকে বিপুল পরিমান মাদক দ্রব্য পাওয়ার বিষয় নিশ্চিত করেছেন। জয়পুরহাট সদর উপজেলায় ১৬ জন, পাঁচবিবি উপজেলায় ৫ জন, আক্কেলপুর উপজেলায় ৩ জন, ক্ষেতলাল উপজেলায় ৫ জন এবং কালাই উপজেলায় ৭ জন।
আটককৃতদের বিরুদ্ধে ১০টি মামলা দায়ের করে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, সিমান্তবর্তী জেলা জয়পুরহাট। সে ক্ষেত্রে মাদক নিমূল না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।