আভা ডেস্ক :ওয়েস্ট ইন্ডিজ সফরের শুরুতে অ্যান্টিগা টেস্টের দুই ইনিংসের ৪৩ ও ১৪৪ রানের অলআউট হওয়া বাংলাদেশ ইনিংস ও ২১৯ রানে হেরে লজ্জার ইতিহাস গড়েছে। সেই লজ্জা এড়িয়ে আজ থেকে শুরু হওয়া জ্যামাইকা টেস্টে ঘুরে দাঁড়ানোই এখন সাকিবদের জন্য চ্যালেঞ্জিং।
টাইগার নামের ক্রিকেটাররা সেই চ্যালেঞ্জ নিতে পারবেন কিনা সেটাই এখন দেখার বিষয়। অ্যান্টিগা টেস্টে পাঁচ ওভারের অসাধারণ এক স্পেলে পাঁচ উইকেট তুলে নিয়ে প্রথম ইনিংসে বাংলাদেশকে একাই গুঁড়িয়ে দিয়েছিলেন কেমার রোচ। যদিও ইনজুরির কারণে জ্যামাইকা টেস্টে খেলা হচ্ছে না ক্যারিবীয় এই গতিদানবের।
জ্যামাইকার কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ শুরু হওয়া দ্বিতীয় ও শেষ টেস্টে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন বাংলাদেশ দল।
অ্যান্টিগা টেস্টের মতো জ্যামাইকাতেও সবুজ উইকেটে খেলা হবে। উইকেটেও থাকবে ঘাসের ছোঁয়া। যদিও গত কয়েকদিন ধরে সাকিবরা সবুজ উইকেটে অনুশীলন করে যাচ্ছেন। তাদের এখন একটাই চ্যালেঞ্জ জ্যামাকাই যেন অ্যান্টিগা টেস্টের পুনরাবৃত্তি না হয়।
যুগান্তর