আভা ডেস্ক: খেলার শেষ মুহূর্তে জার্মানিকে গোল দিয়ে রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত করে দিল দক্ষিণ কোরিয়া।
খেলার সব ধরণের সমীকরণকে টপকে দিলো দক্ষিণ কোরিয়া। খেলার শেষ মুহূর্তে জার্মানির জালে গোল করে কোরিয়া। তবে রেফারির অফসাইড কল দিলেও ভিডিও আম্পেয়ায় গোলের সিদ্ধান্ত দেয়। এরই মধ্যে আবারও জার্মানির বারে গোল করে কোরিয়া। এতে কোরিয়া দুই গোলে এগিয়ে থাকে।
খেলার বেশিরভাগ নিয়ন্ত্রণ ছিল জার্মানির হাতে। রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম খেলায় মেক্সিকোর বিপক্ষে পরাজয় শুরু জার্মানির। দ্বিতীয় ম্যাচে সুইডেনের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জিতে খেলায় ফেরে জার্মানরা। একই অবস্থা দক্ষিণ কোরিয়ারও।
দুই দলেরই পয়েন্ট সমান তিন। এই ম্যাচের ওপর নির্ভর করছে তাদের নকআউট পর্বের খেলা।
দ্বিতীয় রাউন্ডে খেলতে হলে জার্মানিকে শুধু জয়ই নয়, সুইডেন-মেক্সিকো ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে তাদের। সমীকরণ বলছে সুইডেন জিতে গেলে চাপে পড়ে যাবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। সেক্ষেত্রে গোল ব্যবধানে এগিয়ে থাকা দলই নকআউট পর্বে খেলার টিকিটি পাবে।
সম্ভাবনা আছে কোরিয়ারও। তারা যদি জার্মানিকে হারিয়ে দিতে পারে এবং সুইডেন তাদের শেষ ম্যাচে মেক্সিকোর বিপক্ষে হেরে যায় তাহলে গোল পার্থক্যে এগিয়ে থেকে পরের রাউন্ডে খেলার সুযোগ পাবে কোরিয়া।
দক্ষিণ কোরিয়া একাদশ : জো হিউন উ (গোলরক্ষক), লি ইয়ং, ইউন ইয়ুং সুন, হং চুল, কিম ইয়ুং গুন, জ্যাং হিউন সু, জাং উ ইয়ং, মুন সিওন-মিন, লি জায়ে-সুং, সন হিউং মিন, কো জা সেউল ।
জার্মানি একাদশ : ম্যানুয়েল নুয়্যার (গোলরক্ষক), হোনাস হেক্টর, ম্যাটস হামেলস, নিকলাস শুলে, জসুয়া কিমিচ, স্যামি খেদিরা, টনি ক্রুস, মেসুত ওজিল, লিওন গোরেতজা, টিমো ওয়ার্নার, মার্কো রেউস ।
যুগান্তর