আভা ডেস্ক: জামালপুরে দুই সিএনজির মুখোমুখি সংর্ঘষে হেলেনুর রহমান নামে এক পুলিশের এএসআই নিহত হয়েছেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত অন্য দুইজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের নাম পরিচয় জানা যায়নি। সোমবার (১৮ জুন) বিকাল ৫টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের হেলেনুর রহমানের বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুরের আট পয়লা গ্রামে।
জামালপুর সদর থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম এ দুর্ঘটনা ও প্রাণহানির সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও পারিবারিক সূত্র জানিয়েছে, ঢাকার এসবি’র এএসআই হেলানুর রহমান ঈদের ছুটি কাটাতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। সোমবার সড়ক পথে ঢাকায় কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে সিএনজিযোগে জামালপুর থেকে রওনা দেন। তাকে বহনকারী সিএনজি জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের চারঘাট এলাকায় পৌঁছলে অপরদিক থেকে আসা দ্রুতগামী সিএনজি’র সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়।
বাংলা ট্রিউব্রুন।