আভা ডেস্ক : বেগম খালেদা জিয়াকে ছাড়া বিএনপি নির্বাচনে যাবে কিনা, তা অক্টোবরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর বোঝা যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার(১১ জুলাই) সকালে রাজধানীর গুলশানে একটি হোটেলে ‘অ্যাডভান্সিং উইমেন্স লিডারশিপ ইন পলিটিকস’ বিষয়ে প্রশিক্ষণ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘জাতীয় নির্বাচনে আসুন প্রমাণ করুন আমরা জন-বিচ্ছিন্ন। তাহলে ক্ষমতা ছেড়ে দেবো আমরা। জনগণ না চাইলে আমরা তো থাকতে পারবো না। জাতীয় নির্বাচনে অংশ নিয়ে সেটার পরীক্ষা নিতে পারে।’
টিভি অনলাইন