ভোরের আভা ডেস্ক: চট্টগ্রামে র্যাবের কর্মকর্তা পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে মো. সালাউদ্দিন (৩২) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে সাধারণ মানুষ। পৃথক আরেক ছিনতাইয়ের ঘটনায় তিন নারীকেও গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
শুক্রবার এ ঘটনায় নগরীর কোতোয়ালী থানায় দুটি মামলা দায়ের হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে নগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারী সালাউদ্দিন সন্দ্বীপ উপজেলার মুছাপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে।
নারী ছিনতাইকারীরা হলেন- কুমিল্লা জেলার দেবীদ্বার পান্নাবাজার এলাকার আবুল কাশেমের মেয়ে জান্নাতুল ফেরদৌস ওরফে কেয়া বেগম (২০), একই এলাকার আবদুস শুক্কুরের মেয়ে পিংকি আক্তার ওরফে স্বপ্না (১৮), নগরীর বাকলিয়া এলাকার শাহজাহানের মেয়ে শাহনাজ আক্তার (১৮)। তারা বাকলিয়ার মিয়াখাননগর এলাকায় বসবাস করেন।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, রিয়াজউদ্দিন বাজার এলাকায় র্যাব কর্মকর্তা পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে মো. সালাউদ্দিন নামে এক যুবককে আটক করে সাধারণ মানুষ পুলিশের হাতে তুলে দিয়েছে। এ ঘটনায় তাকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া ছিনতাইয়ের শিকার হওয়া সুমাইয়া আক্তার মিমের বাবার কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশ তিন নারী ছিনতাইকারীকে গ্রেফতার করে। পরে তাদের কাছ থেকে ছিনতাই হওয়া স্বর্ণের দুল উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, জনৈক মাহবুবুল ইসলাম মানিক নামে এক লোক রিয়াজউদ্দিন বাজার এলাকায় ঈদের কেনাকাটা করতে যান। কিন্তু সেখানে সালাউদ্দিন নিজেকে র্যাবের কর্মকর্তা পরিচয় দিয়ে তাকে ভয়ভীতি দেখায় এবং তার কাছে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বিষয়টি আঁচ করতে পেরে মাহবুবুল ইসলাম মানিক লোকজন ডেকে তাকে আটক করে। পরে পুলিশকে খবর দিলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
সমকাল