আভা ডেস্ক: ফের কলঙ্কিত ছাত্রী-শিক্ষক সম্পর্ক৷ ১০ বছরের এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টায হাতেনাতে ধরা পড়ল৷ ছাত্রীর অভিভাবকদের তৎপরতায় ঘটনা ক্যামেরাবন্দি৷ আর তারপরেই নির্যাতিতার পরিবার অভিযুক্ত শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়৷
সূত্রের খবর, ভারতের গাজিয়াবাদে লোনির বাসিন্দা ১০ বছরের ওই ছাত্রী প্রাইভেট টিচার সত্যপাল কাশ্যপের কাছে পড়ত৷ স্কুল বন্ধ থাকার জন্য সত্যপাল ওই ছাত্রীর বাড়িতে এসেই পড়াতো৷ কিন্তু বিগত বেশ কিছুদিন ধরেই সে ছাত্রীটির সঙ্গে অশ্লীল আচরণ থেকে যৌন হেনস্তা করত এবং মঙ্গলবার ধর্ষণের চেষ্টা করে বলেও অভিযোগ৷ ছাত্রীটি তার পরিবারের কাছে সব বলে৷ এর পরের দিন ওই শিক্ষক আসার আগেই ছাত্রীটির রুমে একটি স্থানে অভিভাবকেরা মোবাইল ক্যামেরা অন করে রেখে দেয়৷
ছাত্রীটিকে পড়াতে আসার পর সত্যপাল তাকে ধর্ষণের চেষ্টা করে যা ওই মোবাইলে ক্যামেরাবন্দি হয়ে যায়৷ ভিডিওটি দেখে ক্ষোভে ফেটে পড়ে সকলে৷ ওই প্রাইভেট টিচারকে গণধোলাই দেওয়া হয়৷ এরপর পুলিশের হাতেও তুলে দেওয়া হয় তাকে৷ অভিযুক্তকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ৷ আইপিসি ৩৭৬, ৫১১ এবং পকসো আইনে মামলাও দায়ের করা হয়েছে ওই শিক্ষকের বিরুদ্ধে৷ কলকাতা