আভা ডেস্ক: চুমুর দৃশ্য আছে, সঙ্গে কিছু ঘনিষ্ঠ দৃশ্যও আছে। আর এতেই আপত্তি অভিনেত্রী জয়া আহসানের। ফিরিয়ে দিলেন ভারতের সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবিতে অভিনয়ের প্রস্তাব। ষাটের দশকের জনপ্রিয় চলচ্চিত্র ‘চৌরঙ্গী’র কাহিনীকেই আবারও বড় পর্দায় আনছেন সৃজিত।
কলকাতার গুণী পরিচালক সৃজিতের সঙ্গে আগেও কাজ করেছেন জয়া আহসান। তাঁর পরিচালিত ‘রাজ কাহিনী’তে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন জয়া। এ ছাড়া ‘এক যে ছিল রাজা’ ছবিতেও দেখা যা্বে জয়াকে।
তারপরও ‘চৌরঙ্গী’র জন্য সৃজিতকে না করে দিলেন জয়া।
এ বিষয়ে জয়া বলেন, ‘এই ছবিতে চুম্বন ও ঘনিষ্ঠ কিছু দৃশ্য আছে; যা আমি এই মুহূর্তে করতে চাচ্ছি না। বিষয়টি নিয়ে ছবির পরিচালকের সঙ্গে কথা হয়েছে। আমি তাঁকে বিষয়টি বুঝিয়ে বলেছি। দুজনে কথা বলার পর আমি ছবিটি থেকে সরে দাঁড়িয়েছি।’
জয়ার পর এই ছবিতে যুক্ত হচ্ছেন কলকাতার নায়িকা স্বস্তিকা মুখোপাধ্যায়। ‘চৌরঙ্গী’ ছবির ওই চরিত্রের নাম করবী।
ষাটের দশকে নির্মিত ‘চৌরঙ্গী’তে অভিনয় করেছিলেন উত্তম কুমার, শুভেন্দু চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ, সুপ্রিয়া দেবী ও অঞ্জনা ভৌমিক। ছবিটি তখন ব্যবসায়িকা ভাবে সফলতা পায়।
মণিশংকর মুখোপাধ্যায়ের ‘চৌরঙ্গী’ উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৫৫ সালে। এর প্রেক্ষাপট গত শতকের পঞ্চাশ দশকের কলকাতার চৌরঙ্গী অঞ্চল।
এনটিভি