নিজস্ব প্রতিবেদক:
গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুজন (৩৫) চাঁপাইনবাবগঞ্জ সদরের আজাইপুর গ্রামের জাহানুরের ছেলে। আহত ব্যাক্তি হলেন চালক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের খাসেরহাটের নায়েজ উদ্দীনের ছেলে নাজিবুর (২৫)।
রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, দু’জন মোটরসাইকেল আরোহী রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা একটি কাঠের গুঁড়ি ভর্তি ট্রাক রাস্তায় দাঁড়িয়ে ছিলো।
কিন্তু দূর থেকে দেখতে না পাওয়ায় কাছে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ট্রাকের পেছনে ঢুকে পড়ে।এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটরসাইকেল আরোহী সুজনের। আহত হন চালক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলার খাসেরহাটের নাজিবুর।
ঘটনার পর পুলিশ গিয়ে ট্রাকটিকে জব্দ করে থানা নিয়ে যায়। আহত ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।