গোদাগাড়ী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ী পৌরসভায় দুঃস্থ ও হতদরিদ্রদের জন্য ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টার গোদাগাড়ী পৌরসভার মেয়র মোঃ মনিরুল ইসলাম বাবু প্রধান অতিথি থেকে জনপ্রতি ১০ কেজি চাল বিতরণের শুভ উদ্বোধন করেন।
বাংলাদেশ সরকারের দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় হতে বরাদ্দকৃত গোদাগাড়ী পৌরসভার ৪ হাজার ৬২১ জন উপকার ভোগীর মাঝে ৪৬.২১০ মেট্রেক টন বিতরণ করা হবে পর্যায়ক্রমে। মঙ্গলবার গোদাগাড়ী পৌরসভার ১,২,৩ নং ওয়ার্ডের উপকার মাঝিদের মাঝে বিতরণ করা হয়েছে। আগামী বুধবার ১৩ জুন ৪,৫, ৬ নং ওয়ার্ড বৃহস্পতিবার ৭,৮,৯ নং ওয়ার্ড ও শুক্রবার মেয়রের বরাদ্দকৃত উপকার মাঝিদের মাঝে বিতরণ কার হবে।
উপকার ভোগীরা জানান , সকাল হতেই আমরা ১০ কেজি করে সুষ্ঠ ভাবে চাল নিয়ে ফিরে যাচ্ছি কোন সমস্যা নেই বলে জানান।
গোদাগাড়ী পৌর মেয়র মনিরুল ইসলাম বাবু বলেন, সকাল হতেই চাল বিতরণ শুরু হয়েছে আগামী শুক্রবারের মধ্যেই সকলের মাঝে চাল বিতরণ শেষ করা হবে বলে জানান।