আভা ডেস্ক : নাটকের অভিনেত্রী হিসেবে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছেন মডেল, উপস্থাপিকা অ্যানি খান। উপস্থাপনার পাশাপাশি ধারাবাহিক নাটকে অভিনয় নিয়ে সারা বছরই ব্যস্ততা তার। ঈদের আগে সেই ব্যস্ততা বেড়ে যায় আরও। গত ঈদুল ফিতরেও একাধিক নাটকে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি। আসছে ঈদুল আজহার জন্যও একাধিক ধারাবাহিক ও খণ্ড নাটকে অভিনয় করছেন। ঈদের সাত পর্বের বিশেষ ধারাবাহিক ও কয়েকটি খণ্ড নাটকের শুটিং শেষ করেছেন তিনি। এর মধ্যে রয়েছে সাত পর্বের ধারাবাহিক আকাশ রঞ্জনের রচনায় শামীম জামান পরিচালিত ‘ঘাউড়া মজিদ এখন ব্যবসায়ী’, সাগর জাহান পরিচালিত ‘মাহিনের রূপবান বিয়ে’, আদিবাসী মিজানের খণ্ড নাটক ‘সবদার আলী প্যাকেজ’, মামুন খানের পরিচালনায় ‘সু-বোধ’। এর মধ্যে দুটি ধারাবাহিকে তার সহশিল্পী হিসেবে রয়েছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ঈদের কাজের ব্যস্ততা প্রসঙ্গে অ্যানি খান বলেন, ‘যে চারটি নাটকে অভিনয় করেছি তার সবগুলোর গল্প এবং চরিত্র ভালো। নাটকগুলো ঈদের হওয়ায় উৎসবের একটা আমেজ দেখা যাবে এতে। এছাড়াও ঈদের বেশ কয়েকটি অনুষ্ঠানের উপস্থাপনা নিয়েও হাজির হব। পাশাপাশি আরও কিছু নাটকের কথা হচ্ছে, গল্প ভালো লাগলে সেগুলোতেও অভিনয় করব।’
Next Post
ঈশ্বরদীর পাকশীতে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এখানকার বড় বাণিজ্য।
বুধ জুলাই ২৫ , ২০১৮
আভা ডেস্ক : ঈশ্বরদীর পাকশীতে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এখানকার বড় বাণিজ্য। অভিযোগ আছে, অবৈধভাবে বালু উত্তোলনে মন্ত্রী পরিবারের প্রভাবশালী মহলের অলিখিত সমর্থন ও ইন্ধন রয়েছে। এ কাজে কে কিভাবে সহায়তা করেন তার সবই এলাকাবাসী জানে। কিন্তু ভয়ে কেউ মুখ খোলার সাহস করে না। অথচ এখান থেকে নিয়মবহির্ভূতভাবে […]
এই রকম আরও খবর
-
১ সেপ্টেম্বর, ২০১৮, ১০:০১ পূর্বাহ্ন
যথারীতি নায়িকা হিসেবে থাকছেন প্রিয়াঙ্কা চোপড়া।
-
৭ মার্চ, ২০২০, ৮:৫৯ অপরাহ্ন
কলকাতার নুসরাত সম্মানিত হলেন ‘তুমি অনন্যা’ পুরস্কারে।
-
৪ ফেব্রুয়ারি, ২০২০, ৪:১০ অপরাহ্ন
বোম্বেতেই আমি মায়ের গর্ভে এসেছি, কিন্তু জন্মগ্রহণ করেছি ইন্দোরে, সালমান খান ।
-
৫ সেপ্টেম্বর, ২০১৮, ১১:০০ পূর্বাহ্ন
বলিউডের ‘ধকধক গার্ল’ মাধুরী দীক্ষিত আর ‘ব্যাড বয়’ সঞ্জয় দত্ত
-
১১ মার্চ, ২০১৯, ৭:২৩ অপরাহ্ন
বিরাট কোহলি কুকুরের সঙ্গে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছেন।
-
২০ জুন, ২০১৮, ৪:২৯ অপরাহ্ন
কেমন কাটলো অপু বিশ্বাসের ঈদ।