সরকারের ধারাবাহিকতা বজায় থাকায় উন্নয়ন দৃশ্যমান হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা দিনবদলের প্রতিশ্রুতি দিয়ে সরকার গঠন করেছিলাম। টানা দুই মেয়াদে ক্ষমতায় থেকে আমাদের উন্নয়ন কর্মকাণ্ডের কারণে দেশে গণমানুষের দিন বদল শুরু হয়েছে।’ বুধবার (২৭ জুন) ২০১৮-১৯ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘৬১ হাজার কোটি টাকার বাজেট ৪ লাখ ৬৪ হাজার কোটিতে দাঁড়িয়েছে। আমরা আর স্বল্পোন্নত দেশে নেই। উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি। আমরা সম্মানজনক স্থানে দেশকে নিয়ে যেতে চেয়েছিলাম। সেখানে আমরা আস্তে আস্তে পৌঁছাচ্ছি। এর পেছনে রয়েছে দেশের মেহনতি মানুষ। তাদের উদ্যোগ ও পরিশ্রমে আমরা এই খানে পৌঁছেতে পেরেছি।’
ফোকাস বাংলা