নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ৩০ জুলাই রাজশাহী সিটি নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামানের পক্ষে গণসংযোগ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। আজ বুধবার নগরীর ৩০ নং ওয়ার্ডে মাসকাটাদিঘী পশ্চিম পাড়া, আবাসিক এলাকা বিহাস, চৌদ্দপায় ও মোহনপুর চকপাড়া এলাকায় গণসংযোগ করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, সহ-সভাপতি সাদ্দাম হোসেন, মিজানুর রহমান সিনহা,তৌহিদ মোরশেদ,রফিকুল ইসলাম,সাকিল, জাকিরুল ইসলাম যুগ্ম-সাধারন সম্পাদক সাব্বির রহমান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু, হাসান লাবন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব কৃষিশিক্ষা বিষয়ক সম্পাদক শাকিল হোসেন,সমাজসেবা বিষয়ক সম্পাদক আরিফ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক শান্ত, উপ-আন্তর্জাতিক সম্পাদক মেহেদী হাসান,উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক তারেক,সহ-সম্পাদক আরব, বাসার,সুমন সদস্য সাগরসহ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা।
এ সময় সাধারণ মানুষের কাছে গিয়ে রাসিক মেয়র প্রার্থী লিটনের পক্ষে নৌকায় ভোট কামনা করেন নেতৃবৃন্দ।