নিজস্ব প্রতিবেদক:
প্রিয় দল আর্জেটিনা। সেই দলের জন্য কতো কিছু না করা হয়েছে। পতাকা টাঙানো থেকে শুরু করে গেঞ্জি কেনা, এলাকায় মিছিল করা। তার সবই করেছে ভক্তরা। প্রিয় দলের খেলা দেখতে টেলিভিশন বা পর্দায় দেখার আয়োজন। একটাই প্রত্যাশা প্রিয় দল আর্জেটিনা ফুটবল বিশ্বেকাপে চাম্পিয়্যান হবে।
মাঠে খেলা ঘাটে এসে পাগলামী বেড়েছে ভক্তদের। সেই পাগলাী মাত্রা ছাড়িয়ে ভয়াবহ আকার ধারন করেছে। কখনো কখনো রক্তক্ষয়। তেমননি ঘটনা ঘটেছে রাজশাহী মহানগরীর ফায়ার সার্ভিস মোড় এলাকায়।
জানা গেছে, গত বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের সমর্থন হওয়ায় হেরে গেলে মারধর করা হয় সমর্থন আওলীয়াকে এচাপা ক্ষোভ নিয়ে পাড় করেছে বছর পাঁচেক। অবশেষে সেই সুযোগ ধরা দিলো গতকাল বৃহস্পতিবার রাতে। কারণ এই দিনে ক্রিস্টিয়ার কাছে তিন গোলে হারলো আর্জেটিনা।
দলের হারা নিয়ে মন ভালো ছিলো না নোবেলের (১৬)। হারা-জিতা, জিতা-হারা নিয়ে রাত আড়ায় টার দিকে শুরু হয় বাকবিতান্ডা। এক পর্যায়ের ধারালো অস্ত্র নিয়ে তাদের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। এসময় ব্রাজিল সমর্থন আওলীয়া, সিপলু রাকিব ও সোহেল মারধর ও ছুড়িকাঘাত করে নোবেলকে আহত করে। পরে আহত নোবেলকে রাজশাহী মেডিকেল (রামেক) হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। ডাক্তার জানায় নোবেলের ডান হাত ও গলায় ছুড়িকাঘাতের চিহৃ রয়েছে। আহত নোবলে নগরীর হোসনিগঞ্জ এলাকার বেলালের ছেলে।
এই ঘটনায় ব্রাজিল সমর্থন আওলীয়া, সিপলু রাকিব ও সোহেল আহত হন। এদের মধ্যে কয়েকজনকে রামেকের পাঁচ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ব্রাজিলের ওই সমর্থনদের আটক করে বোয়ালিয়া থানা পুলিশ। তবে নোবলকে আটককৃত অবস্থায় রামেকের ওই ওয়ার্ডে চিকিৎসা নিতে হচ্ছে।
বোয়ায়িলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানউল্লাহ জানায়, গত বছরের খেলা নিয়ে তাদের বিরোধ ছিলো। দুই পক্ষের দুইজন আওলীয়া ও নোবেলকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।