আভা ডেস্ক :ভারতে পুনের মায়েরস এমআইটি স্কুলে ছাত্রীদের নির্দিষ্ট রঙের অন্তর্বাস পরতে বলা হয়েছে। এমনকি ছাত্রীদের স্কার্টের দৈর্ঘ্য কতটুকু হবে তাও নির্ধারণ করেছে স্কুল কর্তৃপক্ষ। এখানেই শেষ নয়, কোন সময় বাথরুম ব্যবহার করা যাবে বা যাবে না তাও নির্ধারণ করে দেয়া হয়েছে।
এই ঘটনায় বুধবার শিক্ষার্থী ও অভিভাবকরা আন্দোলন করেছেন। অন্তর্বাসের মতো একেবারে ব্যক্তিগত জিনিস কী ভাবে স্কুল নিয়ন্ত্রণ করতে পারে ভেবে পাচ্ছেন না অনেকেই।
তবে স্কুল কর্তৃপক্ষ এর মধ্যে খারাপ কিছু দেখছেন না। স্কুলের তরফ থেকে জানানো হয়েছে, অতীত থেকে শিক্ষা নিয়ে অনেক ভেবে এই সিদ্ধান্তে এসেছেন তারা।
অভিভাবকরা জানান, মেয়েদের সাদা কিংবা বাদামি রঙের অন্তর্বাস পরতে বলা হয়েছে। স্কার্টের দৈর্ঘ্য ঠিক করে দেয়া হয়েছে। এসব কিছু স্কুলের ডায়েরীতে লিখিতভাবে আছে এবং শিক্ষার্থীদের এতে স্বাক্ষর করতে বলা হয়েছে। কোনো ছাত্রী এর খেলাপ করলে তার এবং অভিভাবকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে স্কুল কর্তৃপক্ষ। আনন্দবাজার