আভা ডেস্ক: আজ পবিত্র ঈদুল ফিতর। ঈদের দিন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য রয়েছে বিশেষ খাবারের আয়োজন। কারা কর্তৃপক্ষ এই খাবারের আয়োজন করেছে।
খালেদা জিয়ার মেন্যুতে আজ সকালবেলা থাকছে, পায়েস, সেমাই ও মুড়ি। দুপুরের মেন্যুতে রয়েছে নিজের ইচ্ছা অনুযায়ী ভাত অথবা পোলাও পাবেন খালেদা। সঙ্গে থাকবে ডিম, রুই মাছ, মাংস আর আলুর দম। রাতের আয়োজনে থাকছে পোলাও, গরু অথবা খাসির মাংস, ডিম, মিষ্টান্ন।
কারা সূত্র জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বিশেষ কোনো আইটেম তৈরির বিষয়ে কারা কর্তৃপক্ষকে অবহিত করেননি খালেদা জিয়া। করলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার মো. জাহাঙ্গীর কবির সাংবাদিকদের জানান, তাঁর মেন্যুটা সাধারণ কয়েদিদের মতো হলেও তার জন্য রান্না হবে আলাদাভাবে।হ