আধিপত্য বিস্তার, দুই সন্ত্রাসী বাহিনী কোন্দল ও সরকারি খাস জমিতে মসজিদ নির্মাণ কেন্দ্র করে কক্সবাজার শহরে প্রতিপক্ষের গুলিতে মো. ইসমাঈল (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩ জুলাই) রাত ৯টায় কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাহাড়তলির ইসলামপুরে সন্ত্রাসী নুর আহমদ বাহিনীর গুলিতে বাবুল বাহিনীর ইসমাঈল মারা যান। ইসমাঈল একই এলাকার লালুর ছেলে ও পেশায় ইলেক্ট্রিশিয়ান।
নিহতের ফুফু হাসিনা বেগম বলেন, আমার ভাতিজাসহ বাবুল এলাকার খাস জমিতে একটি মসজিদ নির্মাণ করেছে। কিন্তু সেই জমির উপর লোলুপ দৃষ্টি ছিল নুর আহমদ বাহিনীর। এ কারণে রাতের আধারে নুর আহমদ, সালাম, জিয়াউর রহমান, জহির আহমদসহ ১০/১২ জন সন্ত্রাসী গুলি করে আমার ভাতিজাকে হত্যা করেছে। মৃত্যুর আগে আমার ভাতিজা ওই চারজনের নাম বলেছে, যা উপস্থিত লোকজনও শুনেছে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার বলেন, প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে খাস জমিতে মসজিদ নির্মাণ কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাংলানিউজ