রাশিয়া বিশ্বকাপের নকআউট পর্বের খেলায় শনিবার ফ্রান্সের মুখোমুখি হয় সাবেক বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাঁচা মরার লড়াইয়েরখেলায় আর্জেন্টিনাকে ৪-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠে যায় আরেক বিশ্বচ্যাম্পিয়নফ্রান্স। খেলা শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা ঝড় ওঠে।
বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক মোতাহের হোসেন মাসুম তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘মেসি, এই পৃথিবীর সবকিছুই আপেক্ষিক। এক জীবনে সবাই সবকিছু পায় না।মেসি তার বড় উদাহরন। ফ্রান্সের বিরুদ্ধে আজ মেসিকে তার মানে দেখা যায়নি। স্বভাবতই ক্ষুব্ধ হবেন সমর্থকরা। কিন্তু এটাও মনে রাখা দরকার তার কারণেই রাশিয়ায় আসতে পেরেছিল আর্জেন্টিনা। গেলবার ফাইনালে তুলেছিলেন দলকে।কিন্তু বার্সেলোনায় জেতা অনেক ট্রফির কারণেই জাতীয় দলের হয়ে তার এ সাফল্যকেও সাফল্য মনে করেন না সমর্থকরা।আসলে এই পৃথিবীর সবকিছুই আপেক্ষিক। যাই হোক এখন ভালয় ভালয় আমাদের ব্রাজিল দল উতরাতে পারলেই হলো। নইলে বাংলাদেশে বিশ্বকাপ শেষ হয়ে যাবে।’
বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক আরিফুর রহমান বাবু লেখেন,‘কি আর কমু ??????মিডফিল্ডে কেউ ক্রিয়েটিভ কিছু করবো বহদুরে। একজন বলও ধইরা রাখতে পারেনা, আর ডিফেন্সের অবস্থা আর কইলাম না ।এর চেয়ে বাজে আর কাঁচ ভঙ্গুর রক্ষন ভাগ দেখিনাই।বল গেলেই গোল।সেন্ট্রাল ডিফেন্ডারদের কোনই এ্যান্টিসিপেশন নাই।ফরাসী ফরোয়ার্ডরা কে কোন জায়গায় আছে , সেদিকে নজরও নাই কারো। না পারে ট্যাকল করতে , না কেউ এক চান্সে ক্লিয়ার করতে পারে।
সবচেয়ে বড় কথা কেউ ফরাসী ফরোয়ার্ডগো একটু ডিসটার্ব করার কাজটাও করতে পারলোনা। প্রায় দাড়াইয়া দাড়াইয়া শেষ দুই গোল হজম করলো।
সকিং !!!!!!!!
নক আউট স্টেজে এক গোলের লিড ধরতে না পাইরা উল্টা তিন গোল খাওয়া —— অনেক দিন দেখি নাই।অবশ্য এমন ফালুতুআর নাম সর্বস্ব ডিফেন্স থাকলে সবই সম্ভব।মেসি একাতো বহুদুরে পেলে আর ম্যারাডোনা থাকলেও হইবোনা।’
ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনি লেখেন, ‘এই বিশ্বকাপ জানি না… এইরকম প্রচণ্ড চাপের ম্যাচ জয়ের পর, পেছন থেকে ফিরে আসার পর, এমন ড্রেইনিং পারফরম্যান্সের পর, সেটা ধরে রাখা বা পরের লেভেলে নিয়ে যাওয়া কঠিন… তবে পরের বিশ্বকাপে… উফ!
পরের বিশ্বকাপে এই ফ্রান্স দলটা আরও পরিণত হবে, এই বাচ্চারা আরও অভিজ্ঞ হবে এবং কোচ থাকবেন জিজু… একটা আগুনে দল হবে, আগুন… কাতারের গরম নয়, এই দল সবাইকে পুড়িয়ে ছারখার করে দেবে…।’
ক্রীড়া সাংবাদিক উৎসব সরকার লেখেন, ‘ভুল দেশে জন্ম নিয়েছেন মেসি! রাশিয়া বিশ্বকাপ থেকেও আপনাকে খালি হাতে ফিরতে হলো। ফুটবল জাদুকর শূধু আপনি একাই নন, সোনালী ট্রফিটাও তো বড্ড মিস করবে আপনাকে। আপনার মতো সময়ের সেরা ফুটবলারের হাতে উঠতে না পারার কষ্টে সেও হয়তো গুমড়ে গুমড়ে কাঁদবে। আপনার বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশে বিশ্বকাপ তার ৫০ ভাগ রং হারাল! জানিনা কাতার বিশ্বকাপে খেলবেন কি না, তবে মনে রাখবেন আপনি সবসময় থেকে যাবেন আমার হৃদয়ে। বিশ্বকাপ না জিতলেও আমার চোখে আপনিও সেরাদের সেরা! শুভকামনা প্রিয় ফুটবলার..।’
ইশতিয়াক ইমন নামের একজন লেখেন, ‘ফ্রান্স ৪- আর্জেন্টিনা-৩। শালার 7 আপ আর ফুটবলটারে ছাড়লো না। ’
জহির খান নামের একজন বিদ্রুপ করে লেখেন,‘হার্জেন্টিনার ছোপা সমর্থগুলো কিন্তু জার্মানে ঢোকার কোন চান্স নেই। এখন হয়তো স্পেন বা পর্তুগালের সাথে মিশে একাকার হয়ে যাবে।’