নিজস্ব প্রতিবেদক:
বেগম খালেদা জিয়াকে কারাগারে আটক রাখার প্রতিবাদে দলের নেতাকর্মীদের কালোব্যাজ পরে ঈদগাহে যাবার আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদানের আগে মিনু নেতাকর্মীদের প্রতি এ আহ্বান জানান।
এসময় মিনু বলেন, এই সরকার জোর করে খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে। তিনি গুরুতর অসুস্থ হওয়া সত্বেও তাকে জামিন দেওয়া হচ্ছে না। এটা চরম অমানবিক। এই সরকারের পতন হওয়া জরুরী। সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপি কোনো নির্বাচনে অংশও নিবে না।
স্মারকলিপ প্রদানের আগে রাজশাহী কোর্ট শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি ও সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সাথার সম্পাদক শফিকুল হক মিলন, যুবদল সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন প্রমুখ।