ইরানের বিরুদ্ধে কোনো দেশকে ইনজারলিক বিমানঘাঁটি ব্যবহার করতে দেয়া হবে না বলে জানিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম।
তিনি বলেন, ইনজারলিক ঘাঁটি শুধুমাত্র সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের জন্য ব্যবহার করতে দেয়া হয়েছে। কিন্তু কোনো দেশের বিরুদ্ধে ব্যবহারের অনুমতি দেয়া হবে না। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন হামলার বিষয়ে ওয়াশিংটন যদি ইনজারলিক বিমান ঘাঁটি ব্যহারের দাবি করে তাহলে তুর্কি সরকার কী করবে- এমন এক প্রশ্নের জবাবে ইলদিরিম এসব কথা বলেছেন।
তুর্কি প্রধানমন্ত্রী বলেন, ১৬৬৩ সালে কাসরে শিরিন চুক্তি হওয়ার পর থেকে ইরান ও তুরস্কের মধ্যে কোনো যুদ্ধ হয়নি।
ইনজারলিক ঘাঁটি হচ্ছে তুরস্কের আদানা প্রদেশে অবস্থিত একটি বিমানঘাঁটি এবং সেখানে যুক্তরাষ্ট্রসহ কথিত আন্তর্জাতিক জোটের সেনা ও বিমান মোতায়েন রয়েছে। সেখান থেকে সিরিয়ায় তৎপর দায়েশের (আইএস) বিরুদ্ধে বিমান হামলা চালানো হয় বলে ওয়াশিংটন দাবি করে থাকে।