নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর সবচেয়ে পুরনো রেজিস্টার্ড ফটোগ্রাফিক সংগঠন রাজশাহী ফটোগ্রাফিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার নগরীর সাহেববাজার সংলগ্ন চিলিজ রেষ্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে অতিথি ছিলেন, আর.পি.এস-এর প্রধান উপদেষ্টা এ্যড: মহসিন খান। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, আহমদ শফিউদ্দিন, মোহম্মদ কামাল, ড. জয়দীপ ভাদুড়ী, হাসনাত রনি, মারুফ রানা, রাশেদুল রাব্বি অরুন, রফিকুল ইসলাম প্রমূখ।
সোসাইটির নির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি ফরিদ আক্তার পরাগ, সহ সভাপতি: রাশেদ আরেফিন রনি, সাধারণ সম্পাদক গোলাম জাকির হোসেন বিটন, সহঃ সাধারণ সম্পাদক মুরাজ পারফেজ, কোষাধ্যক্ষ আরিফ হোসেন রাশেল, সাংগঠনিক সম্পাদক একেএম হাসান ইমাম রাশেল, প্রচার ও প্রদর্শণী বিষয়ক সম্পাদক আতিকুর রহমান, নির্বাহী সদস্য সালাহ উদ্দিন, কাওসার রহমান জুয়েল, রফিউজ্জামান, ফারিহা নওশিন অক্তার প্রমা।
সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অজাহার উদ্দিন, মেরাজ, হাসানুল বান্না, ফেরদৌস আহমেদ, আল-আমিন, সুদিপ্ত ঘোষ, তাল্হা জামিল, তামান্না তেহ্সীন (ঈষা), তহমিনা হক (তৃষা), মো: ফজলুল করিম আলিফ, আসিফ ইসতিয়াক, শিপন, ড.মোছাঃ হাবিবা হায়দার, কাইয়ুম সরকার, জাহিদুল ইসলাম, জুয়েল মাহমুদ সহ সোসাইটির পুরনো ও নতুন সদস্য এবং অতিথিবৃন্দ।
শুরুতে সোসাইটির সভাপতি ফরিদ আক্তার পরাগ সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। পরবর্তিতে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা এ্যড: মহসিন খান ও অতিথিদের মধ্যে আহমদ শফিউদ্দিন বক্তব্য রাখেন। আলোচনা শেষে সোসাইটির সভাপতি দোয়া ও মোনাজাতের মাধ্যমে সোসাইটি সহ সকলের মঙ্গল কামনা করেন আর, পি, এস, সভাপতি ফরিদ আক্তার পরাগ ।