নিজস্ব প্রতিবেদক:
দলীয় মনোনয়ন পেয়ে ঢাকা থেকে রাজশাহীতে ফিরেই নির্বাচনী প্রচারণা শুরু করেছেন সাবেক মেয়র ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি সোমবার দুপুরে নগরীর ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ করেন।
এসময় লিটন বলেন, ‘গত ৫ বছরে নগরবাসী ছিল বঞ্চিত। এবার নির্বাচনে জয়ী হয়ে নগরবাসীর চাওয়া-পাওয়া পূরণ করতে চাই। উন্নয়ন দিয়ে নগরীকে বদলে দিতে চাই। নগরবাসী এবার আর ভুল করবে না। নৌকা প্রতীকে ভোট দিয়ে এবার আমাকে ক্ষমতায় আনবে বলে আশা করি।’
লিটন বলেন, আমি রাজশাহীর মানুষ। এই মাটি আমার শরীরে মেখে আছে। কাজেই রাজশাহীর উন্নয়ন কিভাবে করতে হয়, সেটা আমি ভালো জানি। তাই নির্বাচনে জয়ী হলে রাজশাহীর উন্নয়নে ব্যাপক পরিকল্পনা থাকবে আমার। নির্বাচনী ইস্তেহারেও সেসব পরিকল্পনা উঠে আসবে।’
লিটনের প্রচারণার সময় তার সঙ্গে ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহসভাপতি মীর ইকবাল প্রমুখ।