রাজশাহী বিভাগে ৪ লাখ ১০ হাজার ৪৮০ জন করোনাভাইরাসের টিকা নিয়েছেন

আভা ডেস্কঃ রাজশাহী বিভাগে এ পর্যন্ত ৪ লাখ ১০ হাজার ৪৮০ জনকে করোনার টিকা প্রদান করা হয়েছে। গত ৭ ফেব্রয়ারি থেকে গতকাল ৮ মার্চ পর্যন্ত রাজশাহী বিভাগে এই টিকা দেওয়া হয়েছে । আর গতকাল সোমবার (০৮ মার্চ) রাজশাহী বিভাগে কোভিড ভ্যাক্সিন গ্রহণ করেছে ১২ হাজার ৮০৭ জন।

গতকাল সোমবার (৮ মার্চ) রাজশাহী বিভাগীয় স্বাস্থ্যপরিচালক ডা. হাবিবুল আহসান এ তথ্য নিশ্চিত করেছে।

তিনি জানান, রাজশাহী জেলায় মোট ১৯৩৭ জন করোনার ভ্যাক্সিন গ্রহণ করেছে। এর মধ্যে পুরুষ ১১৬৬ ও নারী ৭৭১ জন। চাঁপাইনবাবগঞ্জে ১১৭৪ জন, পুরুষ ৭৯৯ ও নারী ৩৭৫ জন। নাটোরে ১১১১ জন পুরুষ ৭৪৭ নারী ৩৬৪ জন, নওগাঁয় ১৮৬২ জন তার মধ্যে পুরুষ ১১২৩ জন ও নারী ৭৩৯ জন, পাবনায় ১৬২৮ জন পুরুষ ১০১৫ জন নারী ৬১৩ জন, পুরুষ ১৪০৮ জন নারী ৮২৬ জন, জয়পুরহাটে ৫৮৭ জন তার মধ্যে পুরুষ ৪০৯ জন ও নারী ১৭৮ জন, রাজশাহী নগরীতে ৭৪০ জন তার মধ্যে ৪১৮ জন নারী ৩২২ জন।

Next Post

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু, ঘাতক চালক আটক

মঙ্গল মার্চ ৯ , ২০২১
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী মহানগরীতে ট্রাকের ধাক্কায় পারুল বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত পারুল বেগমের বাড়ি রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার বড়বাড়িয়া মহল্লায়। তার স্বামীর নাম সেলিম হোসেন। কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বিষয়টি […]

Chief Editor

Johny Watshon

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur

Quick Links