আভা ডেস্ক: যশোরের শিল্প শহর নওয়াপাড়ার আকিজ জুট মিলের দুটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, বুধবার বিকাল ৫টার সময় আকস্মিকভাবে আকিজ জুট মিলের দুটি গুদামে আগুনের কালো ধোঁয়া দেখা যায়। এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টা চালানোর পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ ব্যাপারে মিলের কর্মকর্তা শংকর কুমার জানান- কী কারণে আগুন লেগেছে এবং কী পরিমাণ ক্ষতি সাধিত হয়েছে, তা এখনও নিরূপণ করা সম্ভব হয়নি। তবে ধারণা করা যাচ্ছে, প্রায় কোটি টাকার পাট পুড়ে ছাই হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই মিলের এক কর্মকর্তা জানান, দুটি গোডাইনে প্রায় সাড়ে তিন লাখ মেট্রিকটন পাট রক্ষিত ছিল। আগুনে সব পাট পুড়ে গেছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ১৫ কোটি টাকা।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
যুগান্তর